Header Ads

Header ADS

ওয়াদা

আজকে থেকে পড়বাে আমি আর দেব না ফাকি ,পাঠশালাতে যাবাে সদা মারবো না আর পাখী ।   ওয়াক্ত হলে মক্তবেতে যাবাে হেসে হেসে, খুশী মনে পড়বাে সেথা ফিরবাে ছুটির শেষে ।


আজকে থেকে পড়বাে আমি আর দেব না ফাকি ,পাঠশালাতে যাবাে সদা মারবো না আর পাখী ।

 ওয়াক্ত হলে মক্তবেতে যাবাে হেসে হেসে, খুশী মনে পড়বাে সেথা ফিরবাে ছুটির শেষে ।

 দুষ্টুমী আর করবাে নাকো শান্ত হয়ে রবাে, ধরবাে নাকো পরের জিনিষ যেখানে যা পাবাে ।

 কারাে সাথে ঝগড়া বিবাদ করবাে না আর কভু ,মন্দ কথা বলবাে নাকো মারলে কেহ তবু ।

 সময় মতাে পড়বাে নামায মসজিদেতে গিয়ে, বাইরে ঘরে থাকবাে সদা মাথায় টুপি দিয়ে ।

 মায়ের কথা মানবাে আগে সকল কিছু রাখি, পড়ার কথা শুনলে পরে কাঁদবাে না আর নাকি ।

 পড়ার সময় পড়া এবং খেলার সময় খেলা ,আজকে থেকে করবাে না আর পড়ায় অবহেলা ।

লেখক,কবি, সাহিত্যিক, শিক্ষা গবষেক মাওলানা ফজলুল করীম যশোরী
molotovcoketail থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.