Header Ads

Header ADS

হোম পেজ

ভূমিকা এতক্ষন আমরা বাংলাদেশ মাদানী তালীমূল কোরআন বোর্ডের পরিচালক এবং ৭দিনে কোরআন শিক্ষার উদ্ভাবক মাওলানা ফজলুল করীম যশোরী সাহেবের স্বীয় জবান থে কে উক্ত কুরআন শিক্ষা কোর্স বিষয়ক আলোচনা শুনছিলাম। তিনি শুধু কুরআন শিক্ষা বিষয়ে গবেষণা করেছেন এমন নয় বরং তিনি একজন সফল শিক্ষা গবেষক, কলামিষ্ট, সাহিত্যিক এবং বহু গ্রন্থ প্রণেতা। তার স্বরচিত কয়েকটি বই বাংলাদেশের অসংখ্য কওমী মাদ্রাসাসমূহের প্রাথমিক ক্লাশগুলোতে সম্পুরক হিসাবে পাঠ্য তালিকাভূক্ত করা হয়েছে। কুরআন শিক্ষা কোর্স বিষয়ে আমরা তার মুখ থেকে অনেক কিছুই জানতে পেরেছি। এখন আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। ৭দিনে ৭০ ঘন্টায় কিভাবে সহিশুদ্ধভাবে কুরআন শিক্ষালাভ করা সম্ভব। মহান আল্লাহ তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। যেই মহান রব্বুল আলামীন আমাদেরকে না চাইতেই সর্ব প্রথম ঈমানের মত মহান দৌলত দান করেছেন এবং সেই সাথে সর্বকালের সর্ব শ্রেষ্ঠ গ্রন্' কুরআনে কারীম দান করেছেন। অথচ মুসলমান হওয়া সত্ত্বেও আজ আমরা অধিকাংশ মুসলমানগণ সহীশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারিনা। ঈমানের পর সবচেয়ে বড় এবাদত হল নামায। কেউ যদি নামাযে অশুদ্ধ কুরআন তেলাওয়াত করে তাহলে সর্ব সম্মতিক্রমে তার নামায নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা সারা জীবনও যদি নামায পড়তে থাকি আর কুরআন তেলাওয়াত শুদ্ধ করার চেষ্টা না করি তাহলে আমার সারা জীবনের নামায আল্লাহর কাছে কোনই মূল্য নেই। এজন্য প্রত্যেক মুসলমানের জন্য সহীশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা লাভ করাটা অত্যন্ত জরুরী যার কোন বিকল্প নেই। কমপক্ষে নামাযের মধ্যে যতটুকু কেরাত পড়া ফরজ সেই পরিমান হলেও কুরআন তেলাওয়াত সহীশুদ্ধ করতে হবে। পবিত্র কুরআনে কারীমে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেন ............তোমরা তারতীলের সাথে অর্থাৎ সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত কর। অপর আয়াতে আল্লাহ তায়ালা ঘোষনা করতেছেন। .......... আমি কুরআনকে সহজ করেছি। সুতরাং উক্ত আয়াতদ্বয় দ্বারা আমরা বুঝতে আমরা পারলাম আল্লাহ তায়ালা তারতীলের সাথে সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের প্রতি বিশেষ তাকিদ দিয়েছেন এবং সেই সাথে এটাও স্ব রণ করিয়েদিয়েছেন কুরআন এটা সহজ একটি কিতাব অর্থাৎ যে কেউ কুরআন শিখার জন্য চেষ্টা করবে আল্লাহ তায়ালা তাকে কুরআন শেখার তৌফিক দান করবেন। মুসলমানের সন্তান হিসাবে অনেকেই ছোট বয়সে মাদ্রাসায় গিয়ে অথবা অন্য কোনো বিশেষ উপায়ে সহীশুদ্ধভাবে কুরআন শিখেছেন। কিন্' যারা বয়স্ক হওয়ার পর কুরআন শেখা শুরু করেছেন এবং যারা ছোট বয়সে শিখেছেন তাদের উভয় দলের স্মৃতিশক্তি ও জবানের উচ্চারণের ক্ষেত্রে অনেক পার্থক্য রয়েছে। সুতরাং দীর্ঘ অভিজ্ঞতার আলোকে দেখা গেছে ছোটদেরকে যেই পদ্ধতিতে কোরআন শিক্ষা দেয়া হয় ঠিক একই পদ্ধতিতে এবং একই বিষয় বস্ ' আয়ত্ব করিয়ে বয়স্কদেরকে কোরআন শিক্ষা দেয়াটা বস্তব সম্মতও ফলপ্রসু হয় না। আলহামদুলিল্লাহ! মহান রব্বুল আলামীনের আশেষ দয়া ও অনুগ্রহে কুরআনের একনিষ্ঠ খাদেম মাওলানা ফজলুল করীম যশোরী সাহেব বয়স্কদের কুরআন সহীশুদ্ধ করার ফিকির নিয়ে প্রায় দীর্ঘ এক যুগ পূর্ব থেকেই দেশের আনাচে কানাচে ৭ দিনে ৭০ ঘন্টায় বয়স্ক কোরআন শিক্ষা কোর্স নিয়ে মেহনত করে যাচ্ছেন। আসলে উম্মতের প্রতি দরদ ও ব্যাথা থেকেই মূলত কোরআনের এই খাদেম, বয়স্কদের কোরআন শিক্ষার প্রতি বিশেষ মনো েযাগী হয়েছেন। সহজে কুরআন শিক্ষার উদ্ভাবক মাওলানা ফজলুল করীম যশোরী সাহেব দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বয়স্কদের কুরআন শিক্ষা বিষয়ক বিভিন্ন সমস্যা চিহিত করেছেন এবং বহু চিন্তা গ বেষণার পর বয়স্ক শিক্ষার্থী এবং যেসব শিক্ষার্থীরা অল্প সময়ে কুরআন শিখতে আগ্রহি তাদের উপযোগী করে। অতি অল্প সময়ে সহজে কুরআন শিক্ষার বিশেষ কায়দা রচনা করেছেন। যা অল্প সময়ে কুরআন শিক্ষার্থীদের জন্য যুগান্তকারী এক পদক্ষেপ হিসাবেই সর্বত্র বিবেচিত হচ্ছে। এখন আমরা জানব ৭দিনে ৭০ ঘন্টায় বয়স্ক কুরআন শিক্ষা কোর্স কিভাবে পরিচালিত হয়? ধারাবাহিকভাবে ৭টি ধাপে এই বয়স্ক কুরআন শিক্ষা কোর্স পরিচালিত হয়। ১। প্রথমত যে সমস্ত শিক্ষার্থীরা আরবী হরফ চিনেনা তাদেরকে প্রয়োজনীয় আরবী হরফগুলি চেনানো। যেমন: কোন হরফ শুরু অংশ, কোন হরফের মধখান, এবং কোন হরফের শেষ অংশ। ইত্যাদী বিভিন্ন হরফ চেনানো হয়। ২। কুরআন শরীফ সহীশুদ্ধভাবে পড়ার জন্য জরুরী ১৫ টি বিশেষ কায়দা-কানূন বা তাজভীদ মুখস্থ করানো হয়। যেমন: ৩। আয়াতে অবস্থিত প্রত্যেকটি শব্দকে মুখের জড়তা দূর না হওয়া পর্যন্ত বানান করে মশক করানো হয়। যেমন: ৪। আয়াতে অবস্থিত প্রত্যেকটি হরফকে ছহিহ না হওয়া পর্যন্ত মশক করানো। যেমন: ৫। আয়াতে অবস্থিত প্রত্যেকটি শব্দকে তাজভীদ আয়ত্ব করার পদ্ধতিতে মশক করানো। যেমন: ৬। আয়াতে অবস্থিত প্রত্যেকটি শব্দকে ছহিহ না হওয়া পর্যন্ত মশক করানো। যেমন: ৭। পূর্ণাঙ্গ আয়াতকে ছহিহ না হওয়া পর্যন্ত মশক করানো। প্রয়োজনে ৫০০/১০০০ হলেও মশক চালানো। যেমন: এভাবেই ৭টি ধাপে যে কোন আয়াতে মেহনত করতে থাকা এবং ছহিহ না হওয়া পর্যন্ত অপর আয়াত শুরু না করা। চাই যত সময় লাগুক। এভাবে মেহনতের দ্বারা যদিও সময় একটু বেশি লাগে, কিন্তু যেই আয়াত নিয়ে মেহনত করা হয় উক্ত আয়াত সারা জীবনের জন্য ছহিহ হয়ে যায়। সুতরাং কোনো শিক্ষার্থী যদি কোর্সের সমস্ত নিয়ম কানুন মেনে যথাসাধ্য মেহনত করতে পারে তাহলে অবশ্যই সহীশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ! ছোট বুঝমান শিক্ষার্থীরাও যদি উক্ত ৭টি ধাপ মেনে যথাসাধ্য মেহনত করতে সক্ষম হয় তাহলে সর্বচ্চ এক মাসে কুরআন শরিফ ধরতে সক্ষম হবে ইনশাআল্লাহ! তবে একটি কথা সকলের মনে রাখা প্রয়োজন আর তা হল সহিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারা আর দ্রুত কুরআন পড়তে পারা এক জিনিষ নয়। ৭দিনের এই কোর্সটি পুরা করার পর আপনি সহিশুদ্ধভাবে ধিরে ধিরে তাজভীদ বুঝে বুঝে কুরআন তেলাওয়াত করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ! তবে আপনার চালু করে দ্রততার সাথে কুরআন তেলাওয়াত করাটা নির্ভর করবে কোর্স পরবর্তি সময়ে আপনার মেহনত মুজাহাদার উপর। অর্থাৎ পরবর্তিতে আপনি যত বেশি সময় নিয়ে কুরআন তেলাওয়াত করবেন আপনার পড়াও তত চালু হতে থাকবে। প্রতিষ্ঠানের পরিচিতি ও অর্জন প্রায় এক যুগ পূর্বে ৭ দিনে ৭০ ঘন্টায় কুরআন শিক্ষা কোর্সেরসূচনা হয় এবং ধারাবাহিকভাবে দেশের শীর্ষস্'ানীয় আলেম ওলামাগণের মধে ্য অনেকেই বিশেষ করে দেশের অন্যতম আলেমগণ। মুফতী আব্দুল মালেক সাহেব দাঃ বাঃ মুফতী আব্দুল হাই পাহাড়পুরী রহঃ করাচী হযরতের অন্যতম খলিফা মুফতী নুরুল আমীন সাহেব দাঃ বাঃ সহ দেশের অসংখ্য বুজুর্গ ওলামায়ে কেরামগণ বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রে স্বশরিরে উপস্'িত হয়েছেন এবং বয়স্কদের অতি অল্প সময়ে সহিশুদ্ধভাবে কুরআন শিক্ষার কার্যক্রম দেখে অত ্যন্ত খুশি হয়েছেন এবং সেই সাথে দুআ এযাযত ও সার্বিক সুপরামার্শ ও দিক নির্দেশনা প্রদান করে কুরআন শিক্ষার কার্যক্রমকে বেগবান করার প্রয়াস চালি য়েছেন। ঢাকার মূল কেন্দ্র ছাড়াও ৭ দিনে ৭০ ঘন্টায় বয়স্ক কোরআন শিক্ষার কার্যক্রম জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্'া নে পরিচালিত হয়ে আসতেছে। এযাবত সারা দেশের হাজার হাজার বয়স্ক কুরআন শিক্ষার্থী বিশেষ করে সারা দেশের তাবলীগের সাথী ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যায়য়, চট্রগাম বিশ ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় গাজিপুর বুয়েট বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের অসখ্য শিক্ষার্থী, সেনা বাহিনী পুলিশ বাহিনী, বিমান বাহিনীর কর্মকর্তাগণ, সরকারী উচ্চ পদস্' কর্মকর্তাগণ এবং সারা দেশের হাজার মুসলমান ভায়েরা আমাদের এই কোর্সে শরিক হয়ে সহীশুদ্ধ ভাবে কুরআন তেলাওয়াতের যোগ্যতা অর্জন করছেন। সুতরাং যে সমস্ত মুসলমান ভায়েরা এখনো সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে পরি নাই তাদের সকলের প্রতি বিশেষ দাওয়াত দিচ্ছি, আপনার বয়স যদি ১৫ থেকে ৫০ বছরের মধ্যে হয় এবং আপনি মোটামোটি বাংলা পড়তে জানেন তাহলে এতেকাফের ন্যায় অবস্'ানের নিয়ত করে এবং িদনে ১০ ঘন্টা হারে ৭দিনে ৭০ ঘন্টা মেহনতের এরাদা নিয়ে সুযোগ সুবিধা সময় বের করে বিছানা পত্র নিয়ে বয়স্ক কোরআন শিক্ষা েকন্দ্রে চলে আসুন। আপনিও সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের যোগ্যতা অর্জনে সক্ষম হবেন ইনশাআল্লাহ! সারা বছরই কোরআন শিক্ষা কোর্স চালু থাকেতবে বিশেষভাবে দুই ঈদেরবন্ধে ঈদের ৩য় দিন থেকে এবং পুরা রমজান মাসে স্পেশাল কো র্সেরব্যবস্'া করা হয়। কেউ যদি নিজ এলাকায় এই কোর্সের ব্যবস্থা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা মুয়াল্লিম পাঠিয়ে আপনার এলাকায় কোর্স করার ব্যাপারে সার্বিক সহযোগিতা করব ইনশাআল্লাহ! সকলের প্রতি বিশেষ অনুরোধ থাকবে সকলেই কুরআন শিক্ষার এই দাওয়াতকে সমাজের সর্বত্র পৌছে দিয়ে সমস্ত মুসলমান ভাইদেরকে সহিশুদ্ধভা বে কুরআন শিক্ষার সুযোগ করে দেই। নিজে কুরআন শিখতে পারি কিংবা না পারি কিন্' আমার একটি ্নেতিবাচক কথার কারণে কোন মুসলমান ভাই যদি কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে কিন্' কিয়ামতের ময়দ ানে সে আপনার বিরুদ্ধে সাক্ষী হয়েহবে। তাই কুরআন শিক্ষার বিরুদ্ধাচারণ করে নিজের দুনিয়া ও আখেরাত বরবাদ করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন। যোগাযোগঃ দেশের যেকোন স্'ান থেকে গুলিস্'ান গোলাপ শাহ মসজিদের পাশ থেকে লেগুনা ইত্যাদী যোগে কেল্লার মোড় েনমে রিক্রা যোগে আশরাফাবাদ, কামরাঙ্গীরচর, হাফেজ্জী হুজুরের মা্রদাসার পাশে অবস্'িত বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রে আসতে হবে। মোবাইল: ০১৭৪৫১৩৬৮৮১, ০১৯৮৮৩০০১৩২, ০১৯৪১৪০৯৪৯৮

class="separator" style="clear: both;">




 

molotovcoketail থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.