মানব জাতির মুক্তির সনদ "আল কোরআন"
সর্ব যুগের সার্বজনীন সংবিধানের নাম, মানব জাতির মুক্তির সনদ ধর্ম যে ইসলাম ।
পরিপূর্ণ জীবন বিধান খােদা তা'আলার দান, শান্তি সুখের গ্রান্টি যে দেয় পবিত্র কোরআন ।
দিশেহারা মানব জাতির সকল সমস্যাতে, সমাধানের গ্রান্টি আছে কোরআন হাদিসেতে ।
অশান্ত এই বাংলাদেশে শান্তি পেতে হলে । কোরআন শিক্ষা চালু কর কলেজ ইস্কুলে ।
কোরআন ছাড়া নাইযে গতি শান্তি সুখের তরে, কোরআন শিক্ষা চালু কর সবার ঘরে ঘরে ।
কোরআন পড়া শিখতে হবে আলেমগণের কাছে, আলেম ছাড়া কোরআন বুঝার দাবী তােমার মিছে ।
অনুবাদের কোরআন পড়ে বোঝার দাবিদার । ফেত্না ফাসাদ সৃষ্টিকারী নকল ঈমানদার ।
সূর্য ছাড়া বিশ্ব যেমন শুধুই অন্ধকার ,কোরআন ছাড়া মানব হৃদয় শুধুই হাহাকার ।
লেখক,কবি, সাহিত্যিক,শিক্ষা গবেষক মাওলানা ফজলুল করীম যশোরী