নামাযের গুরুত্ব
নামাযের গুরুত্ব
পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, আদায় যারা করে না।
অন্য কোন আমল তাদের, আল্লাহ কবুল করেন না ।
মাথা যদি না থাকে ভাই, মানুষ যেমন বাঁচে না।
নামায কেহ না পড়িলেও, ঈমান তাহার থাকে না ।
পঁচা ডিমে তাপ দিলে হায়, বাচ্চা যেমন ফোটে না।
সূরা কেরাত ভুল পড়িলেও, নামায আদায় হবে না ।
সঠিক ভাবে পড়লে নামায, অভাব তাহার থাকে না ।
রােজ হাশরে নামাযীদের, কোন হিসাব হবে না ।
জামাত ছাড়া পড়লে নামায তাহাও, কবুল হবে না ।
এসব কথা নয়গাে মিছা, হাদীস খুলে দেখ না ।
লেখক- কবি,মাওলানা ফজলুল করীম যশোরী