গায়ে হলুদ, বৌভাত,বধূ বরণ, ইসলাম কি বলে?
সচ্ছলতা পেয়ে কেন হচ্ছো খোদার নাফরমান ।
শরীয়তের আদেশ - নিষেধ মানতে হবে ভাই,তা না হলে দোজাহানে কোন উপায় নাই ।
জীবন যাপন করতে হবে কোরআন হাদীস মতে ,মানতে হবে যে সব নিয়ম আছে শরীয়তে ।
বিধর্মীদের রীতিনীতি করতে হবে পরিহার ,মুসলমানী তরীকাতে করতে হবে সংসার ।
মুসলমানের বিবাহতে হচ্ছে খােদার নাফরমানী ,অনুষ্ঠানের নামে অনেক চলছে নিয়ম শয়তানী ।
বিবাহতে গায়ে হলুদ দিতে কেন হবে ভাই, সভ্য জাতির ইতিহাসে এমন কোন নিয়ম নাই ।
আরব,আজম, ইউরােপ আর ব্রিটেন, আমেরিকাতে পাবে নাকো গায়ে হলুদ খুঁঝে কোন মতে ।
আছে যত আদিবাসী উপজাতীয় সংস্কৃতি, বিবাহতে গায়ে হলুদ মাখা হলাে তাদের নীতি ।
তেমনি জানো বৌভাত আর বধুবরণ অনুষ্ঠান ,এসব কিছু পালন করে যারা হিন্দু - খৃস্টান ।
মুসলমানের ছেলে মেয়ে করে যদি এসব কাম ,আল্লাহ তা'আলার রােষানলে থাকবে তারা অবিরাম।
ধন - সম্পদ , গাড়ী বাড়ী আল্লাহ তা'আলার দান ।
নাফরমানী করলে তিনি কেড়ে নিয়ে যান ।
সচ্ছলতা পেয়ে খােদার করলে নাফরমানী, আসবে বিপদ হঠাৎ যেমন আসে বানের পানি ।
নেয়ামতের না শােকরী কিংবা অপচয়, করলে তােমার দোজাহানে আছে অনেক ভয় ।
খােদার ধরা কঠিন ভারি ধরেন হঠাৎ জানাে ,তওবা করে আছে তােমার সময় এখনো ।
কি ছিলে আর কি হলে ভাই চিন্তা করে দেখ ,অতীত কালের অবস্থাটাও তুমি স্মরণ রেখ ।
টাকার জোরে করলে কেহ এসব নাপাক অনুষ্ঠান ,বেজার হবেন আল্লাহ তা'আলা খুশি হবে শয়তান।
আল্লাহ যদি থাকেন বেজার থাকেন আরাে ক্ষুব্ধ ,আল্লাহ তা'আলার সাথে তােমার লাগবে ভীষণ যুদ্ধ ।
শরীয়তের বিধান যদি করাে তুমি অস্বীকার ,জাহান্নামে পরিণত হবে তােমার সংসার ।
অবশেষে পরিণতি হবে তােমার ভয়ঙ্কর, হয়তাে শেষে হতে পারে একেবারেই ছারখার ।
মুসলমানী দাবী যদি করাে তুমি আজি, মানতে হবেই খােদার হুকুম থাকতে হবেই রাজী ।
নইলে তােমার বিপদ আছে উভয় জাহানেতে, আসবে বিপদ হঠাৎ তােমার সুখের কপালেতে ।
লেখকঃ কবি,সাহিত্যিক মাওলানা ফজলুল করীম যশোরী